২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ


প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দিল ইইউ

শুধু একবার ব্যবহার হয় প্লাস্টিকের তৈরি এমন পণ্যের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ সোমবার এ সংক্রান্ত বিধিনিষেধের খসড়া তুলে ধরা হয়েছে৷ কার্যকর হতে হলে ইইউ’র ২৮ সদস্যরাষ্ট্র ও ইউরোপীয় সংসদকে এই খসড়া অনুমোদন করতে হবে৷ প্রস্তাবিত খসড়ায় একবার ব্যবহারের জন্য প্লাস্টিক দিয়ে তৈরি প্লেট, চামচ, কাপ, তরল পানীয় পানের স্ট্র, বেলুনের স্টিক, কান পরিষ্কার করার ‘কটন বাড’-এর উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে৷ তবে এক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি৷ নবায়নযোগ্য উপকরণ দিয়ে এসব পণ্য তৈরি করতে হবে বলেও খসড়ায় বলা হয়েছে৷ ২০২৫ সালের মধ্যে একবার ব্যবহার হয় এমন ৯০ শতাংশ প্লাস্টিকের পানীয় বোতল সংগ্রহ করতে সদস্য রাষ্ট্রগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে৷ এক্ষেত্রে বোতল বিক্রির সময় ডিপোজিট রাখার প্রক্রিয়া শুরু করা যেতে পারে বলে জানিয়েছে ইইউ৷ রিসাইকল না করা প্রতি কেজি প্লাস্টিক বর্জ্যেরজন্য সদস্য দেশগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা হিসেবে ইইউ’র বাজেটে দেয়ার কথাও প্রস্তাবিত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে৷ পণ্য ব্যবহারের পর সেই আবর্জনা নিয়ে কী করতে হবে তা সেই পণ্যের গায়ে লিখে দিতে বলা হয়েছে৷

এছাড়া এ ধরনের পণ্য যারা উৎপাদন করে, তাদের উপর বর্জ্য ব্যবস্থাপনার খরচ চাপানোর প্রস্তাব করা হয়েছে৷ আর যারা এসব পণ্যের কম দূষণকারী বিকল্প বের করবে, তাদের সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে৷ ইইউ-র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমামানস বলেছেন, প্লাস্টিক বর্জ্য নিঃসন্দেহে একটি বড় ইস্যু এবং এই সমস্যার সমাধানে ইউরোপীয়দের একসঙ্গে কাজ করতে হবে৷ এদিকে, ইইউ’র এই প্রস্তাব অনুমোদনের সংকেত দিয়েছে জার্মানি৷ দেশটির পরিবেশমন্ত্রী স্ফেনিয়া শ্যুলৎস বলেছেন, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে ইউরোপীয় স্তরে কাজ করতে হবে৷ এর আগে জানুয়ারি মাসে ২০৩০ সালের মধ্যে সব প্লাস্টিক প্যাকেজিং রিসাইকল করার প্রস্তাব এনেছিল ইইউ৷

ব্রেকিং নিউজ :
অগ্রণী ব্লাড ফাউন্ডেশন’র কার্যকরী কমিটি গঠন শহীদ পাটোয়ারী সভাপতি, শেখ ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত ফরহাদ নগর ভোর বাজারের জুয়েলারী ব্যবসায়ী সোহাগ কোটি টাকা নিয়ে উধাও – ফেনী সিটি গার্লস হাই স্কুলের কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ফেনীর বোগদাদীয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত- বিপুল উৎসাহ-উদ্দীপনায় আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা সম্পন্ন- ফেনীতে নবায়নযোগ্য জ্বালানি ও বিশুদ্ধ বায়ুর প্রসারে জলবায়ু সংলাপ- সোনাগাজী লাইনে বাড়তি সিএনজি ভাড়া আদায়ের সংবাদে তাৎক্ষণিক ব্যবস্হা নিলেন চেয়ারম্যান বাদল ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন ফেনীর সাংবাদিক শাহজালাল ভূঞা ফেনীতে উপজেলা দিবস এ জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ফেনীতে এক আঙ্গীনায় মসজিদ -মন্দির, সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন